This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
Bengali to English - Rates: 0.06 - 0.09 USD per word / 30 - 40 USD per hour English to Bengali - Rates: 0.06 - 0.09 USD per word / 30 - 40 USD per hour
Bengali to English: Bengali to English translation sample done by oyeshorjo General field: Tech/Engineering Detailed field: Internet, e-Commerce
Source text - Bengali সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট গতি পর্যালোচনা করে সর্বোচ্চ গতিসম্পন্ন ১৫টি দেশের তালিকা প্রকাশ করেছে পানডো নেটওয়ার্কস। এ তালিকায় বাংলাদেশের স্থান না হলেও গড় ডাউনলোড গতিতে অতীতের তুলনায় বাংলাদেশ এগিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের গড় ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৬০ কিলোবাইট যা আফ্রিকার অনেক দেশের চেয়ে বেশি। খবর দি হাফিংটন পোস্টের।
‘গ্লোবাল ইন্টারনেট স্পিড স্টাডি’ শিরোনামের এই রিপোর্টে ২২৪টি দেশের ইন্টারনেট আপলোড এবং ডাউনলোড স্পিড তুলে ধরা হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পানডো নেটওয়ার্কস এই প্রতিবেদন তৈরি করতে সংশ্লিষ্ট দেশসমূহে জানুয়ারি থেকে জুন ২০১১-এর মধ্যে দুই কোটি কম্পিউটার ব্যবহার করে ২৭ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে। এতে দেখা গেছে, বিশ্বব্যাপী গড় ডাউনলোড স্পিড হচ্ছে প্রতি সেকেন্ডে ৫৮০ কিলোবাইট। এই হিসেবে যুক্তরাষ্ট্র ২৬তম দেশ যেখানে গড় ডাউনলোড স্পিড সেকেন্ডে ৬১৬ কিলোবাইট। তবে এক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ওপর অনেক কিছু নির্ভর করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সংশ্লিষ্ট প্রেস রিলিজে পানডো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভেরিজনের ভোক্তারা গড়ে প্রতি সেকেন্ডে ১,০৫৬ কিলোবাইট ডাউনলোড স্পিড পেয়ে থাকেন যা দেশটির গড় ইন্টারনেট স্পিডের তুলনায় অনেক বেশি। তবে এরপরও আন্তর্জাতিক তুলনায় সর্বোচ্চ স্পিডের অর্ধেক মাত্র।
প্রকাশিত তালিকা অনুসারে সারাবিশ্বে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা ভোগ করেন দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা। দেশটির গড় ডাউনলোড স্পিড হচ্ছে ২,২০২ কিলোবাইট পার সেকেন্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে রোমানিয়া যেখানকার গড় ডাউনলোড স্পিড সেকেন্ডে ১,৯০৯ কিলোবাইট। আর তৃতীয় অবস্থানে রয়েছে বুলগেরিয়া যেখানে ব্যবহারকারীরা গড়ে প্রতি সেকেন্ডে ১,৬১১ কিলোবাইট ডাউনলোড স্পিড উপভোগ করে থাকেন। এসব তথ্য পানডো নেটওয়ার্কের সাইটে প্রকাশ করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, রিপোর্টের সঙ্গে সংযুক্ত একটি গ্লোবাল ম্যাপে বাংলাদেশের গড় ডাউনলোড স্পিড দেখানো হয়েছে প্রতি সেকেন্ডে ৬০ কিলোবাইট ডাউনলোড স্পিড। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতের গড় ডাউনলোড স্পিড দেখানো হয়েছে ১৮৪ কিলোবাইট পার সেকেন্ড।
অন্যদিকে সবচেয়ে ধীরগতির ইন্টারনেট স্পিড রয়েছে কঙ্গোতে যেখানে গড় ডাউনলোড স্পিড রয়েছে প্রতি সেকেন্ডে ১৩ কিলোবাইট। এরপর রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেখানকার গড় ডাউনলোড স্পিড সেকেন্ডে ১৪ কিলোবাইট।
Translation - English Pando Networks has released a list of the top 15 countries with the highest internet speeds upon completing a recent review of internet speeds of different countries in the world. Bangladesh failed to make its position in the list but it did advance itself in internet speed comparison from previous years. According to the report published, the average download speed in Bangladesh is around 60 kilobytes per second which is higher than many African nations. News from The Huffington Post.
The report titled “Global Internet Speed Study” compared the uploading and downloading speeds of 224 countries around the globe.
The news source said, the report of Pando Networks has been based on the comparison of 27 million downloads made in the countries studied between January to June 2011 using 20 million computers. The study reveladed that the average global internet download speed stands at 580 kilobytes in one second. The US made to the 26th position of the list having an average of 616 kilobytes of download speed. However, the report also added that speeds vary according to the service providers that provide internet access to users.
Pando in its accompanying press release said, Americans who use Verizon services enjoy a download speed of 1056 kilobytes per second which is quite higher than the overall US internet speed average. However, it is only half of the world’s highest internet speed.
According to the list published, South Koreans benefit from the highest internet speeds with up to 2202 kilobytes per second. Romania topped second of the list having an average of 1909 kilobytes of download speed. Then comes Bulgaria where users can get around 1611 kilobytes of internet speed for downloading. Pando has published details of the list on its website.
Worth mentioning, the world map attached to the report showed the average download speed of Bangladesh at 60 kilobytes per second. In addition, neighboring India’s internet speed average was shown at 184 kilobytes every second.
Meanwhile, the African state of Congo secured the bottom position in the list with having only 13 kilobytes per second of download speed. Above it stood Central African Republic whose average internet speed is around 14 kilobytes in one second.
English to Bengali: English to Bengali translation sample done by oyeshorjo General field: Tech/Engineering Detailed field: Internet, e-Commerce
Source text - English Facebook has outlined plans to encourage users to share more of the media they consume - including music and movies - with friends.
Its founder Mark Zuckerberg also unveiled a dramatic redesign to the website, replacing user profiles with an audio visual timeline of their life.
The updates were revealed at Facebook's annual F8 developer conference.
A wave of new features in recent weeks have been welcomed by some users and caused annoyance to many others.
Facebook's latest changes point to a desire to keep users engaged through new features, in the midst of rapid innovation from social networking rivals.
The site's application platform has been redesigned to allow users to share what they are consuming on streaming music services such as Spotify, and the movie rental site Netflix.
News sites, including the Guardian and Independent newspapers, are also included in the initial roll out.
Depending on privacy settings, users will be able to see what friends are doing - for example, playing a song - then listen-in themselves.
"Being able to click on someone's music is a great experience, but knowing you helped a friend discover something new and they liked your taste in music, and that you now have that in common is awesome," he added.
Facebook said that users would only be able to do as much on the site as its media partners allowed in each country, so free music sharing through streaming apps would only work where that service was already available outside Facebook.
Translation - Bengali গান ও চলচ্চিত্র সহ প্রাত্যহিক জীবনে ব্যবহৃত মিডিয়া পণ্য বন্ধুদের সাথে ভাগাভাগি সহজতর করে দিতে ফেইসবুক নতুন নতুন সব পরিকল্পনা তুলে ধরেছে।
এছাড়াও ওয়েবসাইটটির জন্য অভিনব এক রূপরেখার উন্মোচন করেছেন এর প্রতিষ্ঠাতা, মার্ক জাকারবার্গ। নতুন এ বিন্যাসে ব্যবহারকারিদের বৃত্তান্তের পরিবর্তে তাদের জীবনের ক্রমধারা তুলে ধরা হবে শব্দ ও ছবির মাধ্যমে।
ফেইসবুকের বার্ষিক এফ-এইট নির্মাতা সম্মেলনে নতুন এসব তথ্য প্রকাশ করা হয়।
গেল কয়েক সপ্তাহে সাম্প্রতিক এই পরিবর্তনকে ন্বাগত জানিয়েছে বেশ কিছু ব্যবহারকারি তবে অন্য অনেকেই এতে বিরক্ত হয়েছে।
গ্রাহকদের নতুন কিছু দেওয়ার আশায় এবং সমমনা অন্য সামাজিক নেটওয়ার্কিং প্রতিদ্বন্দ্বিদের ঠেকাতে ফেইসবুক অভিনব সব বৈশিষ্ট্য নিয়ে হাজির হচ্ছে।
গান শোনার জন্য স্পটিফাই এবং চলচ্চিত্রের জন্য নেটফ্লিক্সের মত স্ট্রিমিং সেবাগুলোতে গ্রাহকেরা কী করছে তা তুলে ধরতে সাইটটির অবয়ব বদলে দেওয়া হচ্ছে।
এছাড়া দা গার্ডিয়ান ও ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার মত সংবাদভিত্তিক সাইটে গ্রাহকেরা কী পড়ছে তাও অন্তর্ভুক্ত করা হবে।
ব্যক্তিগত নিরাপত্তার ধরণ অনুযায়ী অন্য বন্ধুরা কে কী করছে তা সহজেই গ্রাহকেরা দেখতে পাবে যেমন অন্য বন্ধু কোন গান শুনছে এবং একই সাথে নিজেও সেই গান শোনার অভিজ্ঞতা অর্জন করে নেওয়া ।
মার্ক বলেন, অন্যরা কে কী শুনছে তা দেখা অবশ্যই এক মজার অভিজ্ঞতা। তবে যদি আপনি আপনার কোন এক বন্ধুকে নতুন গান খুঁজে পেতে সাহায্য করেন এবং আপনার বন্ধু আপনার সংগীত সুধার প্রশংসা করে থাকে আর সেই সাথে আবিষ্কার করলেন আপনাদের দুজনের মধ্যে এ ব্যাপারে মিল রয়েছে তখন সেটা আরো আনন্দের।”
ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকেরা বিনামূল্যে গান ভাগাভাগি করার সেবা যেগুলো ফেইসবুকে অন্তর্ভুক্ত হবার আগেও সচল ছিল - সেগুলো সাইটে উপভোগ করতে পারবে তবে তা হবে মিডিয়া সেবা প্রদানকারিদের শর্ত সাপেক্ষে এবং গ্রাহকেরা যেদেশে বসবাসরত সেদেশে সেবাটি আছে কিনা তার উপর নির্ভর করে।
More
Less
Translation education
Master's degree - Master of Business Administration, MBA
Experience
Years of experience: 13. Registered at ProZ.com: Aug 2011.
Adobe Acrobat, Frontpage, Microsoft Excel, Microsoft Word, Google Translator Kit, Powerpoint, Wordfast
Professional objectives
Meet new translation company clients
Meet new end/direct clients
Learn more about translation / improve my skills
Learn more about interpreting / improve my skills
Learn more about the business side of freelancing
Stay up to date on what is happening in the language industry
Improve my productivity
Bio
I am Sharif Shabbir (oyeshorjo), a native Bengali speaker from Bangladesh. I have been working as an online freelance translator since April 2011 in the following language pairs: English-Bengali and Bengali-English. I have worked for Indian, UK and Egyptian clients so far who have all been somehow satisfied with the quality of my work. I am open to any sort of translation work and wish to work with clients from all over the world. The services I provide include the following:
* Text translations - general, marketing materials, leaflets, brochures, health, legal, travel & tourism, teaching & education, conversations, licenses or any form of documents (ID card, certificates etc)
*Audio/video transcription or subtitling (audio/video content can be in any domain)
*English-Bengali and Bengali-English interpretation over the phone
*Any other translation work as per client's request
* Proofreading & editing of text content
I assure clients of quality translation amid tight deadlines. And since I am from Bangladesh where Paypal is still not authorized, I can only accept payments via Moneybookers, Western Union or bank wire transfer.